রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে এ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
Advertisement
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে।
এদিকে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ডিমলায়।
Advertisement
আজ (বৃহস্পতিবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে।
আরএস/আরআইপি