দেশজুড়ে

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ

সাতক্ষীরা-ভোমরা সড়কে জনৈক মিঠু খানের বাগান বাড়ি এলাকায় সোমবার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক চোরাকারবারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ চোরাকারবারি আজহারুল ইসলাম সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের রহিম বক্সের ছেলে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জাগো নিউজকে জানান, মাদক ও অস্ত্র চোরাচালানের একটি সংঘবদ্ধ দল ভারত থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র এনে বিক্রয়ের উদ্দেশ্যে সদর থানার নবাতকাটি এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা এলোপাথারি গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে চোরাচালানীরা পালিয়ে যান। এসময় ২ পুলিশ সদস্য আহত হন। আজহারুল একজন পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় বেশ কয়েকটি চোরাচালান মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চোরাকারবারি মো. আজাহারুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেন। আহত আজহারুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড তাজা গুলি ও ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।জেলা গোয়েন্দা শাখার তথ্য ও গনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গুলিবিদ্ধ আজহারুলের বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি চোরাচালান মামলা রয়েছে।এমজেড/পিআর

Advertisement