খেলাধুলা

২০০ ছক্কার ক্লাবে ডি ভিলিয়ার্স

পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারলো কার কাছে? এক কথায় বলতে গেলে এবি ডি ভিলিয়ার্সের কাছে। চার-ছক্কার ফুলঝুরিতে এদিন যে টাইগার বোলারদের রীতিমত কাঁদিয়ে ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটিং দানব। সঙ্গে নাম লিখিয়েছেন কয়েকটি রেকর্ডে।

Advertisement

এদিন ১০৪ বলে ১৫ চার আর ৭ ছক্কায় ১৭৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। ওয়ানডেতে ইতিহাসের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ২০০ ছক্কার অভিজাত ক্লাবেও ঢুকেছেন তিনি। এই ক্লাবে সবার উপরে নাম শহীদ আফ্রিদির (৩৫১)। এরপর রয়েছেন সনাথ জয়াসুরিয়া (২৭০), ক্রিস গেইল (২৫২) আর মহেন্দ্র সিং ধোনি (২১৩)।

এটি ছিল ডি ভিলিয়ার্সের ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। ২৫ বা তার বেশি সেঞ্চুরি করা ইতিহাসের সপ্তম এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। প্রোটিয়াদের পক্ষে তার চেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি আছে কেবল হাশিম আমলার (২৬টি)।

১৭৬ রানের ইনিংসটি ডি ভিলিয়ার্সের ক্যারিয়ার সেরা ইনিংস। এই সেঞ্চুরিতে পূর্ন সদস্য সব দেশের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল তার। ভিলিয়ার্সের আগে এই কীর্তি গড়তে পেরেছেন কেবল ৬ জন।

Advertisement

এমএমআর/জেআইএম