অনেকদিন ধরেই সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছিলেন ইমরুল কায়েস। এমনকি দলে তার পজিশনও বারবার চেইঞ্জ করা হচ্ছিল। তার ব্যাট কোনভাবেই হাসছিল না কোন ফরম্যাটেই। অবশেষে তার ব্যাট হাসলো । দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডেতে তিনি তার ক্যারিয়ারের চৌদ্দতম হাফসেঞ্চুরি করেছেন।
Advertisement
হাফসেঞ্চুরি করতে তিনি মোট বল খরচ করেছেন মোট ৫৬টি বল। ৫৩ রানের ইনিংসে তার একটি ছয়ের মার ও চারটি চারের মার রয়েছে।
২০০৮ সালে অভিষেক হওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান মোট ৬৯টি ওয়ানডে খেলেছেন। ১৪ টি হাফসেঞ্চুরি ছাড়াও তার দুইটি সেঞ্চুরিও রয়েছে ওয়ানডেতে।
এমএএন/এমএমআর/এমএস
Advertisement