বিশ্বের প্রতিটি দেশেই জাতীয় উদ্যান রয়েছে। আর তাই তো আমেরিকার জাতীয় উদ্যান হচ্ছে ‘জিওন জাতীয় উদ্যান’। এ দেশে ঘুরতে গেলে দেখে আসতে পারেন উদ্যানটি।
Advertisement
আমেরিকার উতাহ রাজ্যে অবস্থিত এই জাতীয় উদ্যান। এটি ১৯১৯ সালে তৈরি করা হয়। প্রায় ছয়শ’ বর্গকিলোমিটার এলাকার ওপর অবস্থিত উদ্যানটি।
আরও পড়ুন- ২ হাজার একরের বাগান
এখানে প্রায় ৯শ’ প্রজাতির গাছ রয়েছে। যার অনেকগুলোই অন্য কোথাও পাওয়া যায় না। পাহাড় আর মালভূমিতে যেমন রয়েছে মরুভূমি, তেমনই রয়েছে সবুজের সমারোহ। পাহাড় আর মালভূমির বুক চিরে বয়ে গেছে ভার্জিন নদী।
Advertisement
উদ্যানটি শুরুর বছরে মাত্র তিন হাজারের মতো পর্যটক গিয়েছিল। কিন্তু ১৯৯৮ সালে প্রায় ২৭ লক্ষ পর্যটকের পদধূলি পড়েছিল এ উদ্যানে।
এসইউ/পিআর