খেলাধুলা

বাসেল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার নাদালের

আসন্ন বাসেল ইনডোর টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল। বিশ্বের এক নাম্বার এই টেনিস তারকা জানিয়েছেন, হাঁটুর চোটের কারণেই সুইস টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না তিনি।

Advertisement

আগামী মাসে এটিপির ফাইনালকে সামনে রেখে কোনো ধরণের ঝুঁকি নিতে চাইছেন না নাদাল। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বাসেলে খেলতে যাবেন না।

রোববার সাংহাই মাস্টার্সের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে শিরোপা খুইয়েছেন নাদাল। এতে তার টানা ১৬ ম্যাচের জয়রথ থেমেছে, সঙ্গে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের এক নাম্বার জায়গাটি হারানোর শংকাও জেগেছে।

এর মধ্যে চোট সমস্যা তো আছেই। এমতাবস্থায় সুইস ইনডোর টুর্নামেন্ট বাসেলে না যাওয়ারই সিদ্ধান্ত নিলেন নাদাল। স্প্যানিশ কিংবদন্তী বলেন, ‘আমি দুঃখের সঙ্গে সুইস ইনডোর বাসেল থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। সাংহাই থেকে ফিরে আমি স্পেনে ডাক্তারের সঙ্গে দেখা করেছি। আমার হাঁটুর সমস্যা সাংহাই টুর্নামেন্টেও ছিল, এখন ডাক্তারের পরামর্শে বিশ্রামে যেতে হচ্ছে।’

Advertisement

এমএমআর/জেআইএম