দেশজুড়ে

পাথর বোঝাই ট্রাকের ভারে ভাঙলো বেইলি ব্রিজ

ধারণ ক্ষমতার অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকসহ বিধ্বস্থ হয়েছে কক্সবাজারের পেকুয়া আঞ্চলিক মহাসড়কের টইটং-সীমান্ত বেইলি ব্রিজটি। সোমবার এ দুর্ঘটনা ঘটেছে। এতে করে পেকুয়া উপকূলের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজ ভাঙায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের কয়েক লাখ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক (চট্টমেট্রো-১৮-১৯৫০) পেকুয়া আসছিল। টইটং সীমান্ত বেইলি ব্রিজ পার হতে গিয়ে ট্রাকসহ ব্রিজটি বিধ্বস্থ হয়ে খালে পড়ে যায়। ব্রিজ ভাঙার  বিকট শব্দে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়ার আগে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান আজিজ মাহবুব জাগো নিউজকে বলেন, নবনির্মিত আঞ্চলিক মহাসড়ক দিয়ে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ করতে পেকুয়াবাসীর একমাত্র ভরসা ছিল এ বেইলি ব্রিজটি। অবিলম্বে বিধ্বস্ত ব্রিজটি পুনমেরামত করা না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছবে। ঘটনার সত্যতা স্বীকার করে টইটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন জাগো নিউজকে জানান, সড়কটিতে শুধু পেকুয়ার লোকজন নয় পার্শ্ববর্তী চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়ার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা পেশার কয়েক লাখ মানুষ ব্যবহার করে আসছেন। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। স্থানীয়দের সহায়তায় বাঁশের সাঁকো তৈরি করে জন পারাপার স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। এ পারাপার ঝুঁকি মুক্ত নয়। দ্রুত ব্রিজটি সংস্কার করতে সওজ’র প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।  কক্সবাজার সড়ক ও জনপথের (সওজ) নির্বাহি প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া ব্রিজটি ধসে পড়ার খবর পেয়েছেন জানিয়ে বলেন, সওজ বিভাগের চকরিয়া সার্কেল অফিসকে ওই ট্রাকের মালিকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

Advertisement