খেলাধুলা

১৩৬ রানের জুটি ভাঙলেন রুবেল

সাকিবের জোড়া আঘাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশার আলো দেখলেও সেই আলোকে অন্ধকারে পরিণত করেছিলেন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স। গড়েছিলেন ১৩৬ রানের জুটি। সেই জুটি ভেঙেছেন রুবেল হোসেন

Advertisement

ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলটিতে কিছুটা অপ্রস্তুত হয়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন আমলা। ফলে ৮৫ রানে সাজঘরে ফেরেন ডান হাতি এ ব্যাটসম্যান।

এরপর উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন জেপি ডুমিনি। ভিলিয়ার্স আছেন ১১০ রান নিয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪০.২ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান।

এর আগে দলীয় ১৮তম ওভারে সাকিব একাই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান।

Advertisement

ওভারের তৃতীয় বলে হাফ সেঞ্চুরি থেকে চার রান দূরে থাকা ডি কককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসা ডু প্লেসিসকে বোকা বানিয়ে সরাসরি বোল্ড করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলে ফেরানো হয়েছে ওপেনার তামিম ইকবালকে। বাদ পড়েছেন পেসার সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

এমএমআর/জেআইএম

Advertisement