খেলাধুলা

ফুরফুরে মেজাজে আইরিশরা

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-বাংলাদেশ 'এ' দলের প্রথম ম্যাচ। কক্সবাজারে দ্বিতীয় ওয়ানডের আগে আজ (বুধবার) অনুশীলন করেই পার করেছে দুই দল।

Advertisement

তবে বাংলাদেশের তুলনায় বেশ খোশ মেজাজেই রয়েছে আইরিশ দল। অনুশীলন শেষে এসে সুইমিং পুলে বেশ সময় পার করেছে। এরপর দুপুরে স্টুয়ার্ট পয়েন্টারের জন্মদিন উদযাপন করেই সময় কাটিয়েছে আইরিশরা।

অন্যদিকে বাংলাদেশ দল অনুশীলন করেই সময় পার করেছে। অনুশীলনের পর হোটেলেই ছিল তারা।

আগামীকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই 'এ' দল।

Advertisement

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছিল আয়ারল্যান্ড 'এ' দল। শুরুতেই মহাবিপর্যয়। টাইগার পেসারদের তোপে ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল সফরকারিরা। তবে শুরুর সে চাপ পরে ধরে রাখতে পারেননি বাংলাদেশ 'এ' দলের বোলাররা।

শন টেরির ৬৫ রানে ভর করে আইরিশরা ইনিংসের ৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২২৯ রানে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শুভাশীষ রায়, আবু হায়দার, আবুল হাসান রাজু আর তানভীর হায়দার।

জবাবে সাদমান ইসলাম ১৬ রান করার পর অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৩) আর নাদিফ চৌধুরী (১) অল্প রানে সাজঘরে ফিরলে কিছুটা বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ 'এ' দল। তবে জাকির হাসানের ব্যাটে (৩৩ বলে ৩৫ রান) সে বিপদ কাটিয়ে উঠে স্বাগতিকরা। এরপরই নামে বৃষ্টি। ফলে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।

এমএএন/এমএমআর/আরআইপি

Advertisement