প্রবাস

মালয়েশিয়ায় ১৪ দিন ধরে মর্গে বাংলাদেশি নারীর মরদেহ

মালয়েশিয়ার আমপাং হাসপাতাল মর্গে ১৪ দিন ধরে বাংলাদেশি এক নারীর মরদেহ পড়ে আছে। এখন পর্যন্ত তার অভিভাবক খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Advertisement

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, রাজিয়া আক্তার (২৩) নামে ওই নারী কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি অ্যাপারর্টমেন্টে থাকতেন। গত ৩ অক্টোবর আমপাংয়ের ওই অ্যাপার্টমেন্টর ৮তলা থেকে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই মারা যান রাজিয়া।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিয়া আক্তারের পাসপোর্ট নং বিএল ০৮৮৯৫১০।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পার্সোনাল অফিসার আফরোজা আক্তার জানান, সব আইনি প্রক্রিয়া শেষ হলেও মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাচ্ছে না।

Advertisement

পাসপোর্টের ঠিকানা অনুযায়ী ও পাসপোর্টে উল্লিখিত মোবাইলে যোগাযোগ করেও রাজিয়া আক্তারের অবিভাবককে পাওয়া যাচ্ছে না।

বিএ