সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট ওঠে জেসিয়া ইসলামের মাথায়। নতুন খবর হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে চীন যাচ্ছেন তিনি।
Advertisement
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কাওরান বাজারস্থ সোনারগাঁও হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জেসিয়ার হাতে ঐতিহ্যবাহী পাটের নানা পণ্য তুলে দেন প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি।
সম্মেলনে জানানো হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রতিযোগী জেসিয়ার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশখ্যাত পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে জুতা থেকে শুরু করে সালোয়ার কামিজ, পাটের জামদানি, পাটের ওপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য গিফট আইটেম।
Advertisement
আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের কর্মকর্তাবৃন্দ।
অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘প্রথমবারের আয়োজনে টুকটাক ভুল-ভ্রান্তি ছিল। এরপরও গোটা আয়োজন সফলভাবে শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার মাহবুবুল ওয়াহিদ ও মিডিয়া পার্টনার জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ।
আরও ছিলেন টাইটেল স্পন্সর লাভেলো, ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, ওয়ারড্রোব পাট্নার নাবিলা, সজীব গ্রুপ, ভীশন, রংধনু গ্রুপসহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
Advertisement
এলএ/বিএ