রেকর্ড ভাঙা-গড়া যেন তার কাছে ছেলেখেলা। ক্রিশ্চিয়ানো রোনালদো এত অনুপ্রেরণা পান কোথা থেকে? রিয়াল তারকা জানালেন, তার অনুপ্রেরণা নাকি এই রেকর্ড ভাঙার কাজটিই। আজ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে মাঠে নামার আগে আরও একবার হুঙ্কার ছাড়লেন পর্তুগীজ যুবরাজ। বললেন, 'রেকর্ড ভাঙাটাই আমার মোটিভেশন বাড়ায়।'
Advertisement
সাম্প্রতিক কালে রেকর্ড আর রোনালদো দুটো শব্দ যেন সমার্থক ৷ নিজের রেকর্ড নিয়ে সিআর সেভেনের সাফ কথা , 'আমি যে এই এতগুলো রেকর্ড ভেঙেছি , সেগুলো কিন্তু কোনও দুর্ঘটনা নয় ৷' তার পরই যোগ করেছেন , 'ওই রেকর্ডগুলো ভাঙব বলেই ভেঙেছি ৷ রেকর্ড ভাঙাটা আমাকে ট্রেনিংয়ে মোটিভেশন বাড়ায় ৷ আরও ভালো খেলতে সাহায্য করে ৷'
এর পাশাপাশি চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে মাদ্রিদের এক নামী কাগজে টটেনহ্যামকে নিয়ে এক বিশেষ প্রতিবেদনে ৷ সেখানে বলা হয়েছে , টটেনহ্যাম ইহুদিদের ক্লাব বলে অন্যান্য ক্লাব তাদের ঘৃণা করে ৷ এই নিয়ে ক্ষুব্ধ টটেনহ্যাম রীতিমতো প্রতিবাদপত্র জমা দিয়েছে ৷
আর ফুটবল দুনিয়া এ লড়াইকে দেখছে 'রোনালদো বনাম হ্যারি কেনের যুদ্ধ' হিসেবে। ক’দিন আগে আবার হ্যারি কেন বলেছিলেন , 'রোনালদো, মেসিদের পারফরম্যান্স মোটিভেট করে আমাকে ৷' রোনালদো অবশ্য সব ছাপিয়ে আর বড় স্বপ্নের কথাই শোনাচ্ছেন ৷ রিয়াল তারকার বক্তব্য, 'সব সময় নিজেকে আরও উন্নত করাটাই আমার উচ্চাকাঙ্খা।'
Advertisement
২০০৯ সাল থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ম্যাচে ঘরের মাঠে কখনও হারেনি রিয়াল ৷ ২৩টার মধ্যে ২১টাই জয় সান্তিয়াগো বার্নাবু্যতে ৷ টটেনহ্যাম কোচ মরিসিও পোচেত্তিনো পুরো রিয়াল স্কোয়াডকেই তাই গুরুত্ব দিচ্ছেন ৷ তাঁর বক্তব্য , 'রিয়াল কিন্তু একা রোনালদোর টিম নয় ৷'
অন্য দিকে আজ বড় লড়াইয়ে নামছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ৷ তাদের সামনে নাপোলি ৷ এই মুহূর্তে সিটি যেমন ইপিএল পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে, তেমনই সিরি এ -তে শীর্ষে আছে নাপোলি।
ফলে এক দিকে যেমন রোনালদো-হ্যারি কেন, অন্যদিকে ইংল্যান্ড -ইতালি ৷ সোজা কথায় ক্লাব যুদ্ধের আবহে অনেক অন্য লড়াইয়ের দামামা বাজছে আজ চ্যাম্পিয়ন্স লিগে ৷
আজ চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখিরিয়াল মাদ্রিদ : টটেনহ্যাম ম্যাঞ্চেস্টার সিটি : নাপোলি লিভারপুল : মারিবোর সেবিয়া : স্পার্টাক মস্কো ফেনুর্ড : শাখতার দোনেত্স্ক লিপজিগ : পোর্তোমোনাকো : বেসিকতাস বরুসিয়া ডর্টমুন্ড : নিকোসিয়া৷সব ম্যাচ রাত ১২টা ৪৫ মিনিটে।
Advertisement
এমএমআর/আরআইপি