রাজনীতি

গ্রেফতারি পরোয়ানায় খালেদা জিয়াকে দুর্বল করা যাবে না : রিজভী

সরকারি দলের সব অপপ্রচার, মিথ্যাচার, গ্রেফতারি পরোয়ানা বিদীর্ণ করে খালেদা জিয়া বুধবার দেশে ফিরে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাসাস এ মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, পালানোর অভ্যাস সরকারি দলের প্রধানের আছে, খালেদা জিয়ার নেই। তার (খালেদা জিয়া) দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে পরিকল্পিতভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, মামলা, গ্রেফতারি পরোয়ানা দিয়ে বেগম জিয়াকে দুর্বল করা যাবে না। বিএনপি চেয়ারপারসন সচল, অব্যয়, অক্ষয়।

এ সময় প্রধানমন্ত্রীকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান বাধা মন্তব্য করে রিজভী বলেন, হাসিনা মার্কা নয়, আগামী নির্বাচন নির্দলীয়, সহায়ক সরকারের অধীনেই হতে হবে।

তিনি বলেন, কেউ সত্য স্বীকার করলেই আওয়ামী লীগের গা জ্বলে। জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা- এটাই সত্য। কখনও তা অস্বীকার করা যাবে না।

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাস সভাপতি ড. মামুন আহমদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সহ-সভাপতি হাসান আহমেদ, মনিরুজ্জামান মনির, শাহরিয়ার ইসলাম শায়লা, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রিপন প্রমুখ।

Advertisement

এমএম/এমএমজেড/এনএফ/জেআইএম