তথ্যপ্রযুক্তি

বন্ধের পথে জোভাগো!

চলতি বছরেই বাংলাদেশ থেকে নিজেদের পুরোপুরি গুটিয়ে নিচ্ছে অনলাইনে হোটেল বুকিংয়ের মার্কেটপ্লেস জোভাগো ডটকম। রকেট ইন্টারনেটের সপ্তম ভেঞ্চার হিসেবে ২০১৫ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল তারা।

Advertisement

প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার মেহরাজ মুয়ীদ জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ আছে। তবে স্থায়ীভাবে বন্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন রকেট ইন্টারনেটের কর্মকর্তারা।

এদিকে জোভাগো ডটকমের ওয়েবসাইট এখনও চালু থাকলেও এতে কোনো হোটেল বুকিং করা যাচ্ছে না। কাস্টমার কেয়ারের নম্বরও অচল। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেবে জানা গেছে।

বন্ধ হওয়ার আগে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার হোটেল বুকিংয়ের সুবিধা ছিল জোভাগোয়।

Advertisement

এমএমজেড/আরএস/জেআইএম