খেলাধুলা

র‌্যাংঙ্কিংয়ে টাইগারদের অবস্থান দুই!

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সাথে সাথে আইসিসির ওয়ানডে র‌্যাংঙ্কিংয়ে সাত নম্বর স্থানটি পাকাপাকি ভাবেই দখল করে নিয়েছে বাংলাদেশ। তবে র‌্যাংঙ্কিংয়ে সাতে থাকলেও ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে জয়-পরাজয়ের পরিসংখ্যানে আসলে বিশ্বের দুই নম্বর দল মাশরাফি-মুশফিকদের বাংলাদেশ। সেই পরিসংখ্যানে এক নম্বর স্থানটি দখল করেছে অস্ট্রেলিয়া। ২০১৫ শুরু থেকে এখন পর্যন্ত মাইকেল ক্লার্কের দল মোট ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে জয় পেয়েছে ১১ টিতে। এতে আছে একটি ‘টাই’ আর একটি হারের রেকর্ড। আর বাংলাদেশ এ বছর ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে জিতেছে ৮টি ম্যাচ। জয়-পরাজয়ের অনুপাত ২.৬৬৬। জয়-পরাজয়ের এই হিসেব দেখে নিজেদের বিশ্বের দুই নম্বর দল ভাবতে আপত্তি কই! এ বছর ওয়ানডে জেতার দিক দিয়ে বাংলাদেশের পেছনে আছে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট-শক্তিগুলো। সূত্র : ক্রিক ইনফোএমআর/এমএস

Advertisement