ঝিনাইদহের শৈলকুপা বাসস্ট্যান্ডে রাস্তার মাঝখানে মোটর চালিত ভ্যান ও বাস দাঁড় করিয়ে পিকআপ চলাচল বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।স্থানীয়রা জানান, শৈলকুপা-হাটফাজিলপুর রোডে পিকআপ চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা যাবৎ সড়ক অবরোধ করে রাখেন মোটর চালিত ভ্যান ও বাস শ্রমিকরা। কবিরপুর বাসস্ট্যান্ড ও ৩ রাস্তার মোড়ে রাস্তার মাঝখানে বাস ও মোটরচালিত ভ্যান দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে আধা ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় গাড়াগঞ্জ-শৈলকুপা-হাটফাজিলপুর রোডে যান চালাচল বন্ধ হয়ে যায়। সেসময় মাহেন্দ্র, বাস ও মোটরচালিত ভ্যান শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।বাস ও ভ্যান শ্রমিক নেতারা জানান, শৈলকুপা-হাটফাজিলপুর রোডে মাহেন্দ্র চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও তারা জোরপূর্বক চলাচল করছে। এরই প্রতিবাদে বাস ও মোটর চালিত ভ্যান শ্রমিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেছেন। আধা ঘণ্টা যাবৎ সড়ক অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম, এ হাশেম খান জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল শুরু হয়েছে। বিষয়টি সমাধানের জন্য সবার সঙ্গে আলোচনা করা হবে। এমজেড/এমএস
Advertisement