জাতীয়

২৪ ঘণ্টায়ও পাওয়া যায়নি শিশু হৃদয়কে

রাজধানীর মুগদা থানার মাণ্ডার একটি নর্দমায় পড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি তিন বছরের শিশু হৃদয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

সর্বশেষ বিকেল ৪টা ৫৫ মিনিট পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, উদ্ধার তৎপরতা চলছে। শিশুটিকে এখনও পাওয়া যায়নি।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে খেলার সময় পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তে সে তলিয়ে যায় বলে জানায় তার সহপাঠীরা। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে পানিতে ময়লা-আবর্জনা থাকায় আলোর স্বল্পতার কারণে রাতে কয়েক ঘণ্টার জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে আবার শুরু হয় অভিযান।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার (খিলগাঁও) আলী আজম বলেন, খালটিতে প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশু হৃদয়ের বাবা আবদুস সালাম পেশায় একজন রিকশা চালক।

Advertisement

এআর/ওআর/এমএস