পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ না করার দাবিতে বরিশাল নগরীর রসুলপুর বস্তির (কলোনি) বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন, রসুলপুর বাস্তুহারা লীগের সভাপতি কাজী ওয়াহেদ মুরাদ । এখানে একাত্মতা প্রকাশ করে বাসদের জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী বলেন, রসুলপুর কলোনিতে ৫ শতাধিক পরিবার তাদের পরিজন নিয়ে বাস করেন। যারা নিম্ন আয়ের মানুষ। তাদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই নেই। ১৭ জুন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নোটিশ পাঠান ৩ দিনের মধ্যে সরকারের সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য। ওই জমি সরকারের প্রয়োজন হলে কোনো কথা নেই। কিন্তু কিছুদিন পর দেখা যাবে প্রভাবশালীদের নামে এ জমি লিজ দেয়া হয়েছে। এসময় তিনি গরীব বাসিন্দাদের উচ্ছেদ নয়, তাদের নামে মাথা গোঁজার জমিটুকু বন্দোবস্ত দেয়ার দাবি জানান । আরো বক্তব্য রাখেন বাস্তুহারা লীগের সহ সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র দাস।এরপর বৃষ্টি উপেক্ষা করে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে পুনর্বাসন ব্যতীত উচ্ছেদ না করার জন্য স্মারকলিপি প্রদান করে। সাইফ আমীন/এমজেড/পিআর
Advertisement