দেশজুড়ে

পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে ৬ জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতিকৃত রড বোঝাই একটি ট্রাক উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ১ ডাকাত গুলিবিদ্ধ ও ২ পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন। সোমবার ভোরে ফতুল্লার পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন, পুলিশের উপপরিদর্শক নাহিদ আহমেদ, সহকারী উপপরিদর্শক কামরুল হাসান, কনস্টেবল সুলতান, মোজাম্মেল, সোহেল ও ডাকাত কালাম। আহতদের প্রত্যেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান জাগো নিউজকে জানান, সোমবার ভোরে ফজর নামাজের আযানের সময় ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক ডাকাতি করে ফতুল্লার মেঘনা ডিপোর সামনে ইস্কেল করার সময় সন্দেহ হলে ডাকাতিকৃত ট্রাকটি ব্যারিকেট দেয়া হলে তারা পুলিশের গাড়ি চাপা দেয়ার চেষ্টা চালান। পরে ডাকাতরা রড বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকেন। তাদের সঙ্গে বন্ধুকযুদ্ধ শুরু হলে ফতুল্লার পোস্ট অফিস তুফানী জামে মসজিদের সামনে তাদেরকে আটকের চেষ্টা করি। এসময় তারা ট্রাক দিয়ে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আমরাও মাইক্রোবাস নিয়ে তাদের পিছু নিলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে আমরাও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়ি। এক পর্যায়ে তারা আমাদের মাইক্রোবাসকে চাপা দিয়ে রড ভর্তি ট্রাক (রংপুর-ট-৮১৭৩) ফেলে পালিয়ে যান। এসময় আবুল কালাম নামে এক ডাকাতকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আটক করলেও বাকিদের আটক করা যায়নি। আটক কালাম ফতুল্লার পাগলা জেলেপাড়া এলাকায় বসবাস করেন।তিনি আরও জানান, ডাকাতিকৃত রড বোঝাই ট্রাক থেকে ৩টি রাম দা, সুইস গিয়ার ও ১টি কাটার উদ্ধার করা হয়েছে। মো.শাহাদাৎ হোসেন/এমজেড/পিআর

Advertisement