খেলাধুলা

১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ আঁখির রৌপ্য আশার

জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার পিস্তলের লড়াই বেশ জমে উঠেছিল আরদিনা ফেরদৌস আঁখি এবং আরমিন আশার মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নৌবাহিনী শুটিং ক্লাবের আশাকে হারিয়ে স্বর্ণ জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের আখি। তিনি স্কোর করেছেন ২২৫.৫ এবং আশার স্কোর ২২৫.১। রোববার গুলশান শ্যুটিং কমপ্লেক্সে এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আর্মি শ্যুটিং ক্লাবের সিনথিয়া নাজনীন টুম্পা।

Advertisement

১০ মিটার মহিলা জুনিয়র বিভাগে স্বর্ণ জিতেছেন টাঙ্গাইল রাইফেল ক্লাবের রিফাত আরা অনন্যা। তার স্কোর ২১৭.৫। রৌপ্য পেয়েছেন আর্মি শ্যুটিং ক্লাবের মারজাহান আক্তার। ব্রোঞ্জ কুষ্টিয়া রাইফেল ক্লাবের সায়মা খানম মৌলীর।

১০ মিটার রাইফেল থ্রী পজিশনে ঢাকা রাইফেল ক্লাবের শারমিন আক্তার রত্না স্বর্ণ, একই ক্লাবের উম্মে জাকিয়া সুলতানা টুম্পা রৌপ্য এবং আর্মি শ্যুটিং ক্লাবের আতকিয়া হাসান দিশা ব্রোঞ্জ পেয়েছেন।

৫০ মিটার রাইফেল থ্রী পজিশনে মেয়েদের জুনিয়র বিভাগে স্বর্ণ জিতেছে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মমতা হিান স্বর্ণ, বিকেএসপি শ্যুটিং ক্লাবের নাফিসা তাবাসুম রৌপ্য এবং একই দলের জুই চাকমা ব্রোঞ্জ জিতেছেন।

Advertisement

আরআই/আইএইচএস/জেআইএম