আজকের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় ৩টিতে। বাকি ১৪টিতে জয়ী প্রোটিয়ারা। শক্তির ব্যবধানে এই ফলাফল হয়তো মেনে নেয়ার মতো। কিন্তু একটা আক্ষেপ বাংলাদেশের রয়েই গিয়েছিল, ১৭টি ওয়ানডে খেলে ফেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো সেঞ্চুরি নেই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের।
Advertisement
২০০৭ বিশ্বকাপে যে ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল, সেই ম্যাচে সর্বোচ্চ ৮০ রান করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এরপর ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। জয় পাওয়া ওই দুই ম্যাচে সর্বোচ্চ রান ছিল সৌম্য সরকারের। একটি ছিল অপরাজিত ৮৮ এবং অন্যটি ছিল ৯০ রানের।
সৌম্য সরকারের ৯০ রানই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যাক্তিগত রান। এবার সৌম্যকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহীম। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশী কোনো ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন মুশফিক। শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকলেন তিনি।
মুশফিকের সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ রানের স্কোর গড়ে তুলেছে বাংলাদেশ।
Advertisement
আইএইচএস/আইআই