তথ্যপ্রযুক্তি

‘ডাবল লকার’ আসলে ম্যালওয়্যার

অ্যান্টিভাইরাস নির্মাতা ইসেটের একদল নিরাপত্তা গবেষক ‘ডাবল লকার’ নামে এমন একটি ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন যা ডাউনলোড করলেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সব তথ্য এনক্রিপ্ট করার পাশাপাশি পিন কোডও পরিবর্তন করতে পারেন হ্যাকাররা।

Advertisement

ফলে চাইলেও কোনো তথ্য ব্যবহার করতে পারেন না ফোনের মালিক। আর এ সুযোগ কাজে লাগিয়ে ফোনের তথ্য সচল রাখতে অর্থ দাবি করে সাইবার অপরাধীরা। এ অবস্থায় দাবিকৃত অর্থ পরিশোধ করা হলেই কেবল ডিভাইসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়।

নিরাপত্তা গবেষকদের মতে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আঘাত হানা বিভিন্ন ম্যালওয়্যারের মধ্যে একমাত্র ‘ডাবল লকার’ একই সঙ্গে তথ্য এনক্রিপ্ট করার পাশাপাশি ডিভাইস লক করতে পারে। ফলে দূর থেকেই ব্যবহারকারীদের ডিভাইস চালু বা বন্ধ করতে পারে সাইবার অপরাধীরা। সূত্র : ম্যাশেবল

এমএমজেড/বিএ/আইআই

Advertisement