অর্থনীতি

ট্রাস্ট ব্যাংক নিয়ে আবারও ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের আবারও সতর্কবার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার দ্বিতীয় দফায় এ সতর্কবার্তা দেয়া হয়।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার একই কারণে বিনিয়োগকারীদের সতর্ক করতে প্রথম তথ্য প্রকাশ করেছিল ডিএসই।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে গত ১১ অক্টোবর ট্রাস্ট ব্যাংককে নোটিশ পাঠানো হয়। এর জবাবে নিজেদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, প্রায় দুই মাস ধরে টানা বাড়ছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম। গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম ছিল ৩২ টাকা ৪০ পয়সা। যা টানা বেড়ে ১১ আগস্ট ৪৩ টাকা ৬০ পয়সায় পৌঁছায়।

Advertisement

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের সতর্ক করে তথ্য প্রকাশ করে ডিএসই। তবে ডিএসইর ওই সতর্কবার্তার পরও ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে।

ডিএসইর সতর্ক বার্তার পর এক কার্যদিবসের ব্যবধানে ব্যাংকটির প্রতি শেয়ারের দাম প্রায় ১ টাকা বাড়ে। এর প্রেক্ষিতে রোববার আবারও বিনিয়োগকারীদের সতর্ক করতে তথ্য প্রকাশ করেছে ডিএসই।

তবে ডিএসই থেকে দ্বিতীয় দফায় বিনিয়োগকারীদের সতর্ক করে তথ্য প্রকাশ করার পরও ব্যাংকটির শেয়ারের দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার ট্রাস্ট ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৯০ পয়সা বা ২ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, ট্রাস্ট ব্যাংকের মোট শেয়ারের ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১৯ দশমিক ৭৭ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর ১৮ দশমিক ৪৮ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১ দশমিক ৭৫ শতাংশ বিদেশিদের কাছে।

Advertisement

এমএএস/এমএমজেড/আইআই