স্বাস্থ্য

সোরিয়াসিস সচেতনতা ক্লাবের যাত্রা শুরু

বিশেষ ধরনের চর্মরোগ সোরিয়াসিস সম্পর্কে দেশে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং আক্রান্তদের কল্যাণ সাধনের ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে সোরিয়াসিস সচেতনতা ক্লাব।

Advertisement

রোববার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এর উদ্বোধন করা হয়।

প্রফেসর ডা. সামিউল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) শহিদুল্লাহ শিকদার, বাংলাদেশ ডার্মালোজিক্যাল সোসাইটির সভাপতি এ কিউ এম সেরাজুল ইসলাম, চর্মরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ জেড এম মাইদুল ইসলাম ও সোরিয়াসিস সচেতনাতা ক্লাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা চৌধুরী।

Advertisement

অনুষ্ঠানে সোরিয়াসিস রোগ সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম মুজিবুল হক।

তিনি বলেন, বিশ্বে মোট ১২৫ মিলিয়ন লোক এ রোগে ভুগছেন। এতে একবার আক্রান্ত হলে সারাজীবন তা বইতে হয়। বাংলাদেশে মোট কতজন এ রোগে আক্রান্ত তার কোনো জরিপ বা সঠিক পরিসংখ্যান নেই।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি সমাজ ও পরিবারে চরমভাবে অবহেলিত হন। কেউ ক্যান্সার, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসে আক্রান্ত হলে মানুষ তাকে দূরে সরিয়ে রাখে না, কিংবা ঘৃণার চোখে দেখে না। কিন্তু সোরিয়াসিসে কেউ আক্রান্ত হলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

সংগঠনের সভাপতি ডা. সামিউল হক জানান, সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তির কাউন্সিলিং খুবই জরুরি। সময় নিয়ে কথা না বললে রোগের সুচিকিৎসা দেয়া যাবে না।

Advertisement

এমইউ/এমএমজেড/আইআই