দেশজুড়ে

হাতীবান্ধায় নব্য জেএমবির সদস্য গ্রেফতার

লালমনিরহাটে মেহেদী হাসান মিশন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি তিনি নব্য জেএমবির ‘সরওয়ার-তামিম চৌধুরী’গ্রুপের সহযোগী।

Advertisement

শনিবার সন্ধ্যায় নব্য জেএমবির ওই সদস্যকে জেল হাজতে পাঠায় লালমনিরহাট ডিবি পুলিশ। এর আগে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার দইখাওয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে ডিবি পুলিশ তাকে লালমনিরহাট জেলা সদরে নিয়ে আসে।

গ্রেফতার মেহেদী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম ইউনিয়নের চাতাল ব্যবসায়ী দুলাল হোসেনের ছেলে। তিনি হাতীবান্ধা আলীমুদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২৯ আগস্ট হাতীবান্ধা থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা (মামলা নম্বর ৩৪) মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

এর আগে চলতি বছরের গত ২৯ আগস্ট হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার নিজবাড়ী থেকে নব্য জেএমবির ‘সরওয়ার জাহান-তামিম চৌধুরি’ গ্রুপের আইটি সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে রাকিবকে (২৬) গ্রেফতার করা হয়।

গত ৪ অক্টোবর একই মামলায় হাতীবান্ধা উপজেলার পূর্বসির্ন্দুনা এলাকা থেকে দ্বিতীয় আসামি হিসেবে নাহিদ হাসান নামে আরও একজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মিশনসহ এই মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতরা করা হলো।

মামলার তদন্তকারী ডিবির পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সিদ্দিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান মিশনকে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে লালমনিরহাট নিয়ে আসা হয়েছে। এই মামলায় মেহেদী হাসান এজাহারে চার নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত কার্যক্রম শেষ হলে আদালতে চার্জশিট দেয়া হবে।

Advertisement

রবিউল হাসান/এফএ/এমএস