ধর্ম

কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণে সৌদির উদ্যোগ

মসজিদুল হারামাইন আশ-শারিফাইনের প্রতিনিধত্বকারী রাষ্ট্র সৌদি আরব কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণের এক প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন।

Advertisement

মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমের সুপ্রাচীন পাণ্ডুলিপিগুলোকে অক্ষত ও অবিকল রাখতে তা মুদ্রণ এবং সংরক্ষণের জন্য ‘কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ কেন্দ্র নির্মানে আলাদা কেন্দ্র স্থাপন করেছে।

পবিত্র কাবা শরিফ এবং মদিনা মুনাওয়ারার মুসহাফ ও গ্রন্থ সংকলন কার্যালয়ের অধীনে পরিচালিত এ কেন্দ্রটি কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংরক্ষণ করবে।

কুরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো সংরক্ষণের জন্য গঠিত এ নতুন কেন্দ্রটির কাজ হবে- মানুষের কাছে থাকা পবিত্র কুরআনুল কারিমের ছিন্ন, ধৃত ও ক্ষতিগ্রস্ত প্রাচীন পাণ্ডুলিপিগুলো যত্নসহকারে পুনরায় ঠিক করা।

Advertisement

অযত্ন ও অবহেলায় পড়ে থাকা পণ্ডুলিপিগুলোকে ঠিক করে তা মানুষের পড়ার উপযোগি করে সেগুলো মানুষের হাতে তুলে দেয়াই হবে এ কেন্দ্রের কাজ। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় মহৎ উদ্যোগ।

আল্লাহ তাআলা তাঁর কিতাব আল-কুরআনের সংরক্ষণের এ মহৎ উদ্যোগকে কবুল করুন। আমিন।

এমএমএস/এমএস

Advertisement