জাতীয়

কেএফসি ও পিজা হাটকে জরিমানা

কেএফসি ও পিজা হাটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই, জেলা প্রশাসন ও ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পবিত্র রমজান উপলক্ষে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই পরিচালক কমল প্রসাদ দাস জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় এবং বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করায় কেএফসি, পিজা হাট, বুমারর্স ক্যাফে, হোটেল নবাবী ভোজ, বেইলী বার-বি-কিউ নামক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  বিএসটিআই অর্ডিন্যান্স-১৯৮৫ ও দি বাংলাদেশ পিউর ফুড (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০০৫ এর ক্ষমতাবলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে কেএফসি, পিজা হাট ও বুমারর্স ক্যাফের বেইলী রোড শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল নবাবী ভোজ ও বেইলী বার-বি-কিউকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় এবং বাসি ও পঁচা খাবার সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।জেইউ/বিএ/আরআইপি

Advertisement