রাজনীতি

সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে : আমীর খসরু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের জেলে রেখে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। রোববার নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে মহানগর যুবদলের উদ্যোগে সদ্যকারামুক্ত যুবদল নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।তিনি বলেন, কিন্তু মামলা হামলা করে কোন সরকার টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। গণতান্ত্রিক কোন আন্দোলন ব্যর্থ হয় না, এই আন্দোলনও ব্যর্থ হবে না। সরকার শুধুমাত্র প্রশাসনের উপর ভর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শিশু-বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ বেগম রোজি কবির, মহানগর বিএনপির সাধারন সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও সহ-সভাপতি আবু সুফিয়ান।কেন্দ্রীয় যুবদল নেতা সামশুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি সভাপতি এম এ আজিজ, ডবলমুড়িং থানা বিএনপি সভাপতি এস এম সাইফুল আলম, পাহাড়তলী বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আবু জহুর, ইপিজেড থানা বিএনপি আহ্বায়ক সরফরাজ কাদের রাসেল, সদ্য কারামুক্ত মহানগর যুবদল সহ-সভাপতি কামাল পাশা নিজামী, সহ-সভাপতি মেহাম্মদ মহসিন, কারামুক্ত যুবদল নেতা মুজিবুর রহমান, আলমগীর চৌধুরী, জসিম উদ্দিন, একরামুল হক মিল্টন, তাজুল ইসলাম, রোকন উদ্দিন, মোহাম্মদ মাসুদ, মুজিবুর রহমান, রুবেল, মাসুদ রানা, মুরাদ হোসেন, হাসানুজ্জামান আরজু, আইয়ুব আলী, ফয়েজ, রাজু, মানিক উদ্দিন খান, এরশাদ হোসেন নাছির, আকবর হোসেন সাইমন প্রমুখ।এসএইচএস/আরআই

Advertisement