আজ বিশ্ব বাবা দিবস। আজকের এ দিনেই পুত্র সন্তানের বাবা হলেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কর্তৃক অপহৃত বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাক। বাবা হলেও প্রিয় সন্তানের মুখ দেখতে পারলেন না তিনি।রোববার ১১টার দিকে রাজ্জাকের স্ত্রী আসমা বেগম একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। অথচ এ খুশির মুহূর্তে তার বাবা কাছে নেই। অপহৃত রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন, বোন তসলিমা খাতুনসহ পরিবারের সবাই কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন। মা বুলবুলি বেগম কাঁদতে কাঁদতে মুর্চ্ছা যাচ্ছেন। ছেলে রাকিবুল ইসলাম, মেয়ে ফারিয়া জাহান রিতু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।ঘরে নতুন অতিথি, অথচ নাটোরের সিংড়া উপজেলায় রাজ্জাকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। রাজ্জাকের পরিবারের সদস্যদের একটাই দাবি- তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক।জানা যায়, উপজেলার বলিয়াবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন তারা মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক ২১ বছর আগে তৎকালীন বিডিআরে যোগ দেন। মিয়ানমার সীমান্তে কর্মরত থাকা অবস্থায় গত বুধবার বিজিপি তাকে অপহরণ করে নিয়ে যায়।তোফাজ্জল হোসেন জানান, সোমবার রাজ্জাকের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর আর কোনো খবর পাওয়া যায়নি। ফেসবুকে বিদেশি গণমাধ্যমের ছবি দেখে তারা রাজ্জাক অপহরণের খবর জানতে পারেন।সরকারের কাছে আব্দুর রাজ্জাককে সুস্থ অবস্থায় তাদের মাঝে অতি দ্রুত ফিরিয়ে দেয়ার দাবি পরিবারের, দাবি এলাকাবাসীর।বিএ
Advertisement