ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শেষ দিকে এসে খেলা বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ আছে। বৃষ্টির আগ পর্যন্ত মুস্তাফিজের আঘাতে ভারত শিবিরে বিপর্যয় নেমে আসে। ৪৩ ওভার ৫ বলে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৯৬ রান। জাদেজা ১৯ আর ভুবেনশ্বর ২ রান নিয়ে ব্যাট করছে।৩৯তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ধোনি ও অক্ষর প্যাটেলকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। প্রথম ম্যাচে ধোনি-মুস্তাফিজের সেই ধাক্কার ঘটনার পর রোববারের ম্যাচে ধোনির উইকেট পেয়ে যেন উল্লাসে ভেঙ্গে পড়েন মুস্তাফিজ। অনেকটা যেন প্রতিশোধ নেওয়ার মতো।এর পরেই বলেই এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেলকে। তবে হ্যাট্রিক এর সুযোগ দেখা পেলেও তা কাজে লাগাতে পারেননি। কিন্তু পরে ওভার অর্থাৎ ৪১ ওভারের শেষ বলে আবারো আঘাত হানেন ভারত শিবিরে। ক্যাচ আউট করে সাজঘরে ফেরান অশ্বিনকে।এর আগে পাওয়ারপ্লের প্রথম ওভারে রায়নাকে ফিরিয়ে আবার বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনলেন মুস্তাফিজুর রহমান। ৩৬তম ওভারের তৃতীয় বলে কিপার লিটন দাসের ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান সুরেশ রায়নাকে। শীর্ষ পাঁচ উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়েছে ধোনি বাহিনী। এর আগে ১১০ রানে চার ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা ভারত ধোনি-রায়নার ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। এই দুই ব্যাটসম্যান ৫৩ রানের জুটি গড়ে তুলেন। তবে মুস্তাফিজের আঘাতে ফিরে যেতে হয় রায়নাকে।২১তম ওভারের চতুর্থ বলে রুবেল ফেরান আম্বাতি রাইডুকে। রুবেলের আগে জোড়া আঘাত হানেন নাসির। তবে বল হাতে না থাকলেও ক্যাচ ধরেছেন নাসির হোসেনই।২২ ওভারের শেখর ধাওয়ানকে কিপার লিটন দাসের ক্যাচে পরিণত করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন নাসির হোসেন। তবে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ১৩তম অর্ধশত রান তুলে নিয়েছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। ৬০ বলে ৭টি চারে ৫৩ রান করেন এই ভারতীয় ব্যাটসম্যান।১৩তম ওভারের তৃতীয় বলে টাইগারদের হয়ে দ্বিতীয় আঘাত হানেন নাসির। আগে নিয়েছিলেন দুর্দান্ত ক্যাচ তারপর এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ফিরিয়েছেন ভারতের পোস্টার বয় বিরাট কোহলিকে।ইনিংসের দ্বিতীয় বলেই রোহিতকে ফিরিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন মুস্তাফিজুর। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন নাসির হোসেন। দ্বিতীয় বলে উইকেত হারিয়ে কিছুটা চাপে পরে ভারত। কিন্তু শেখর ধাওয়ান এবং বিরাট কোহলির ৭৪ রানের জুটিতে সে ধাক্কা সামলে নেয় ভারত।এর মাঝে ৯ ওভার শেষে বৃষ্টিতে সামান্য খেলা বিঘ্ন হলেও কিছুক্ষণ পর আবার খেলা শুরু হয়। রোববার মিরপুর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত।আরটি/এমআর/আরএস
Advertisement