জাতীয়

তৃতীয় রোজাতেও খেজুর নেই টিসিবির ট্রাকে

রমজানে ন্যায্যমূল্যে খোলা বাজারে পণ্য সরবারহের কথা থাকলেও রোজায় প্রধান উপাত্ত খেজুর দিতে পারেনি বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি)। টিসিবির তালিকায় খেজুর থাকলেও রোববার তৃতীয় রমজানেও ক্রেতাদের খেজুর দিতে পারেনি তারা। যার কারণে বাজার থেকে বেশি দামে খেজুর কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা।টিসিবি সূত্রে জানা গেছে, গত ৪ জুন থেকে রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে খোলা ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হলেও টিসিবি খেজুর পেয়েছে বৃহস্পতিবার (১৮ জুন)। ৯ দশমিক ৫ টন খেজুর এনেছে তারা। যা সোমবার থেকে খোলাবাজারে ক্রেতাদের দেয়া হবে। তবে প্রতিটি ট্রাক ৫০ বস্তা করে খেজুর পাবে। যা চাহিদার তুলনায় অনেক কম বলে জানায় সূত্রটি।খোলা বাজারে খেজুর দেরিতে আসার কারণ জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, প্রথম যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়, সে প্রতিষ্ঠান সময় মতো দিতে পারেনি। পরে অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে আবার নতুন চুক্তি করে খেজুর নিয়ে আসা হয়েছে। তাই একটু বিলম্ব হচ্ছে।তিনি বলেন, গত বৃহস্পতিবার খেজুর পাওয়ার পর শুক্র-শনিবার ব্যাংক বন্ধ থাকার কারণে ডিলাররা খেজুর নিতে পারেননি। আশা করছি সোমবার থেকে খোলাবাজারে খেজুর বিক্রি শুরু হবে।শান্তিনগর বাজারের সমনে টিসিবির পণ্য কিনতে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান বলেন, পণ্য তালিকায় পাঁচটা দেয়া থাকলেও প্রতিদিন দুই থেকে তিনটা পণ্যের বেশি পাওয়া যায় না। উল্লেখ্য, গত ৪ জুন থেকে রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে খোলা ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত্ব বিপণন সংস্থা টিসিবি।টিসিবির নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্য হলো তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর। এর মধ্যে কেজিপ্রতি মসুর ডাল ১০৩ টাকা, সয়াবিন কেজিপ্রতি ৮৯ টাকা, চিনি ৩৭ টাকা, খেজুর ৮০ টাকা এবং ছোলা ৫৩ টাকা দরে বিক্রি করবে।রাজধানীর যেসব স্থানে টিসিবির পণ্যবাহী ট্রাক রয়েছে স্থানগুলো হলো জাতীয় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তান বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, শেওড়াপাড়া, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, মিরপুর-১২, খামারবাড়ি, ফার্মগেট, কলমিলতা সুপার মার্কেট, তেজকুনিপাড়া, মহাখালী কাঁচাবাজার, রামপুরা, মালিবাগ বাজার, আগারগাঁও বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট মিরপুর-১, কচুক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল ও ঝিগাতলা কাঁচাবাজার, মিরপুর-১০ গোলচত্বর, আব্দুল্লাহপুর বাজার, উত্তরা, গোপীবাগ কমিউনিটি সেন্টার, কালশী বাজার মোড় ও গোলাপশাহ মাজার।এসআই/বিএ/আরআইপি

Advertisement