আন্তর্জাতিক

আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্ত

দক্ষিণ আফ্রিকার দেশ আইভরি কোস্টের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি বিমান আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির আবিদজান শহরের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ভারী বর্ষণ ও বজ্রপাতের কবলে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

Advertisement

মহাসাগরে বিমান বিধ্বস্তের এ ঘটনায় বেশ কয়েকজন নিহত অথবা আহত হওয়ার শঙ্কা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউক্রেন অথবা রাশিয়ার টারবোপ্রপ আনতোনভ বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। আবিদজানের পোর্ট বোয়েত উপকূলের কাছে বিমান বিধ্বস্তের স্থানে প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা পৌঁছেছেন।

আইভরিকোস্টের সংবাদমাধ্যম কোচিডটকম বলছে, ফ্রান্সের সেনাবাহিনীর জন্য মাল বহন করছিল বিমানটি।

Advertisement

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, বিমান বিধ্বস্তের এ ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধ্বংসাবশেষের ভেতরে আরো দুজনের মরদেহ আছে।

তবে বিমানটির বেশ কয়েকজন ক্রু জীবিত আছেন বলে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হচ্ছে।

এসআইএস/আরআইপি

Advertisement