খেলাধুলা

বার্সার অ্যাতলেটিকো পরীক্ষা আজ

একক নৈপুণ্যে খাদের কিনারা থেকে জাতীয় দলকে সরাসরি বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন মেসি। বিশ্বকাপ বাছাই পর্বের জমজমাট লড়াইয়ের বিরতির পর আজ শুরু হচ্ছে মেসির ক্লাব ফুটবলের যুদ্ধ। বিরতি থেকে ফিরেই অ্যাতলেটিকো মাদ্রিদের কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তার দল বার্সেলোনাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২.৪৫ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

Advertisement

এ মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচের ৭টিতেই জয় পেয়েছে বার্সা। ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভালর্ভের্দের শীষ্যরা। ৬ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। টানা জয়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করার লক্ষ্য কাতালানদের। আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাওয়ার আগে শেষ লা পালমাসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। তবে, কাতালুনিয়ার স্বাধীনতা নিয়ে অস্থির পরিস্থিতির কারণে মেসিদের পারফরমেন্স দেখা হয়নি সমর্থকদের।

এদিকে প্রথমবারের মত নিজেদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপোলিটানোতে বার্সার বিপক্ষে মাঠে নামবে অ্যাতলেটিকো। তাই এ ম্যাচে জিততে মরিয়া ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থাকা সিমিওনের দল।

এমআর/জেআইএম

Advertisement