দেশজুড়ে

দুই মাথা নিয়ে জন্মাল শিশুটি

জেলার দেবিদ্বার উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে দুই মাথাবিশিষ্ট একটি ছেলে শিশুর জন্ম হয়েছে। শুক্রবার রাতে অস্ত্রপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে জেলার মুরাদনগর উপজেলার সীমানার পাড় গ্রামের ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগমকে সেবা হসপিটালে ভর্তি করা হয়। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ২টি শিশুর কথা উল্লেখ থাকলেও রাতে সিজার করার পর ২ মাথা বিশিষ্ট একটি শিশুর জন্ম হয়। এসময় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে গাইনি সার্জন ডা. মির্জা মো. আসাদুজ্জামন রতন জানান, মা ও নবজাতক সন্তান সুস্থ আছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি ক্রেনিওপেগাস (প্যারাসাইটিকাস) রোগে আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করেছে।

এদিকে দুই মাথাবিশিষ্ট নবজাতকের পরিবার শিশুটির চিকিৎসা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে। দেবিদ্বার সেবা হাসপাতালের পরিচালক মামুন জানান, ওই নবজাতকে ঢামেকে ভর্তি করতে না পেরে শিশুটিকে দেবিদ্বারে ফিরিয়ে আনা হচ্ছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস

Advertisement