দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দারুণ এক মাইলফলক হাতছানি দিচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। আর ১৭ রান করতে পারলেই পাঁচ হাজারী ক্লাবে প্রবেশ করবেন সাকিব।
Advertisement
ওয়ানডেতে এপর্যন্ত মাত্র চারজন ক্রিকেটার একইসাথে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকার করেছেন। তারা হলেন- শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)। আর মাত্র ১৭টি রান করতে পারলেই বল হাতে ২২৪ উইকেটের মালিক সাকিব জায়গা করে নিবেন এই চার লিজেন্ডের পাশে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান ৪৯৮৩। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ১৭৭টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান।
এমআর/এমএস
Advertisement