খেলাধুলা

জিততে হলে তিনশ’র বেশি রান করতে হবে : নাসির

টেস্টের দুই ম্যাচে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক নিজেদের মেলে ধরতে পারছেন না টাইগার বোলার-ব্যাটসম্যানরা। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আর ম্যাচে জয়ের জন্য তিনশ ছাড়ানো স্কোর প্রয়োজন। এমনটাই মনে করেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন।

Advertisement

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে নাসির মনে করেন, ‘প্রস্তুতি ম্যাচে দুয়েকজন ছাড়া আর তেমন কেউ কিন্তু খুব একটা ভালো করেনি। তারপরও আমাদের রান আড়াইশ ছাড়িয়েছে।

আমাদের টপ অর্ডার যদি রান পায়, মিডল অর্ডার যদি সাফল্য পায় তাহলে তিনশ ছাড়ানো রান সম্ভব। আর জিততে হলে স্কোর বোর্ডে তিনশ ছাড়ানো রান লাগবে। বোলারদের পুঁজি এনে দিতে না পারলে ফ্ল্যাট উইকেটে লড়াইও করা যাবে না।’

এদিকে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা হতাশ নন নাসির। এ নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। আমাদের ব্যাটসম্যান, বোলারদের উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। বোলাররা বোলিং করেছে। কোথায় বোলিং করতে হবে সে ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছে। এই ব্যাপারটাই মূল ম্যাচে কাজে লাগবে।’

Advertisement

উল্লেখ্য, আগামীকাল রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। এরই মধ্যে ম্যাচের ভেন্যুতে পৌঁছে অনুশীলনও করেছে বাংলাদেশ দল।

এমআর/এমএস