এশিয়া কাপের শুরু করেছিল পাকিস্তানের বিপক্ষে সাত গোল খেয়ে। আর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষেও সাত গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। ফলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় দলের অধিনায়ক জিমি এবং ম্যানেজার রফিকুল ইসলাম কামাল। কারণ তারা পাকিস্তানের বিপক্ষে হেরে এই ম্যাচে ভাল খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন।
Advertisement
তবে অধিনায়ক জিমি বললেন, বেশি ম্যাচ খেলতে না পারার জন্যই দলের অবস্থা এমন খারাপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ' তাদের (ভারত) সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে ব্যক্তিগত স্কিল ও অভিজ্ঞতা। যদি আমরা তাদের মত বেশি বেশি ম্যাচ খেলতে পারতাম , আমাদের অভিজ্ঞতাও এমন থাকতো আর ভাল খেলতাম। '
আজকের ম্যাচে কোচের সব কথা মেনে খেলা হয়েছে বলেও জানান অধিনায়ক। তিনি বলেন, ' আমরা থার্ড ও ফোর্থ কোয়ার্টারে অনেক ভাল করেছি। যদি ভাল না করতাম তাহলে কিন্তু আরও অনেক গোল খেতাম। আমি মনে করি যে, কামব্যাক করাটা জরুরি ছিল। কোচ বলেছিলেন, আমরা যেন ম্যাচটা না ছেড়ে দেই। শেষ পর্যন্ত যেন লড়াই করি। আমরা তাই করেছি। '
ভারতও বাংলাদেশকে আগের চেয়ে শক্তিশালী দল হিসাবে মানেন বলে মনে করেন এই অধিনায়ক। তার মতে, ' প্রথমে কিন্তু আমাদের শুরুটা ভাল ছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে , তাদের খেলার অভিজ্ঞতা আর আমার দলের খেলোয়াড়দের ম্যাচ খেলার অভিজ্ঞতা কিন্তু সমান না। আর ভারত এশিয়ার সেরা দল। তাদের সাথে আমরা শুরুটা ভাল করেছি । আগে তারা আমাদের সাথে প্রথম থেকেই আক্রমনত্মক খেলতো , আজ কিন্তু সেভাবে খেলতে পারে নাই। তারাও জানে যে আমাদের খেলার উন্নতি হয়েছে। '
Advertisement
তবে জাপানের বিপক্ষে ভাল খেলার আশার বানী শুনিয়েছেন বাংলাদেশী অধিনায়ক। বলেন, ' স্কোর সমান হলেও প্রথম ম্যাচে গোল খাওয়ার পর , আমরা খেলা থেকে বাইরে ছিটকে যাই। কিন্তু আজকের ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে গেছি। তবে নেক্সট ম্যাচে এই ম্যাচের ভুলগুলো শুধরে আরও ভাল খেলবো। '
তবে দলীয় ম্যানেজার কামাল খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ' প্রথমত হচ্ছে যে, গত ম্যাচের তুলনায় এই ম্যাচে কোচের যে প্ল্যানটা ছিল , সেই অনুযায়ী আমরা খেলতে পেরেছি। গোলের সংখ্যাটা সাত যদিও । তারপরও ওদের ভাল স্কিলের জন্যই গোলগুলো হয়েছে। তবে ভারতের মত দল পেনল্টি কর্ণারে মাত্র একটি গোল করেছে। গোলকিপার অসাধারণ খেলেছে। ম্যান অব দ্যা ম্যাচ তারই পাওয়া উচিত ছিল। '
তবে আগের দিনের মত আজও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না দলের কোচ। এ বিষয়ে কিছুটা রসিকতা করে ম্যানেজার বলেন, ' টিম জিতলে কোচ আসবে আশা করি!'
এমএএন/এমএমআর/আইআই
Advertisement