খেলাধুলা

উয়েফার ফুটবল উপদেষ্টা হলেন লুইস ফিগো

ফুটবল তার রক্তে, চাইলেই কি বন্ধন ছিন্ন করা যায়! বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানের হয়ে এক সময় মাঠ কাঁপানো লুইস ফিগো উয়েফায় যোগ দিয়েছেন ফুটবল উপদেষ্টা হিসেবে। পর্তুগীজের সাবেক এই মিডফিল্ডার উয়েফার কার্যনির্বাহী পরিষদের কৌশলগত এবং নীতিগত দিকগুলো দেখভাল করবেন।

Advertisement

গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত ফিগো। একবার ব্যালন ডি'অর জয়ী সাবেক এই ফুটবলার এ সম্পর্কে বলেছেন, 'আমার বিশ্বাস, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে এই জায়গায় ইতিবাচক ভূমিকা রাখতে পারব। আমি ফুটবল থেকে অনেক কিছু শিখেছি। এখন সত্যিই সেগুলোর কিছু ফেরত দিতে চাইছি।'

উয়েফার উপদেষ্টা হিসেবে ফিগো কাজ করবেন জার্মানির প্রমীলা দলের ব্যালন ডি'অর জয়ী সাবেক ফুটবলার নাদিন কেসলার এবং সার্বিয়ার সাবেক মিডফিল্ডার ডিজন স্ট্যানকোভিচের সঙ্গে।

ফিগোর মত একজন ফুটবল কিংবদন্তীকে পেয়ে বেশ খুশি উয়েফাও। সংস্থাটির প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন সাবেক পর্তুগীজ সুপারস্টারকে উয়েফার 'অতীব মূল্যবান সম্পদ' হিসেবে অভিহিত করেছেন।

Advertisement

এমএমআর/আইআই