আন্তর্জাতিক

ভাইকিংদের শেষকৃত্যের পোশাকে ‘আল্লাহ’

ভাইকিংদের একটি কবরস্থান থেকে শেষকৃত্যের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসবের অনেকগুলোতে আবার আরবি শব্দ লেখা রয়েছে। সুইডেনের কয়েকজন গবেষক আরবি লেখাগুলো খুঁজে পেয়েছেন।

Advertisement

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

এর ফলে এখন প্রশ্ন উঠেছে প্রাচীন আমলেই স্ক্যান্ডিনেভিয়ানরা ইসলাম দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি না তা নিয়ে।

উদ্ধার হওয়া সরঞ্জামগুলোতে ‘আল্লাহ’ লেখার পাশপাশি ‘আলী’ও লেখা রয়েছে।

Advertisement

সুইডেনের উপসালা ইউনিভার্সিটির টেক্সটাইল আর্কিওলজিস্ট আনিকা লারসন বলেছেন, 'ভাইকিংরা কোনো এক পর্যায়ে হয়তো ইসলাম এবং এর পরকালের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।'

উদ্ধার হওয়া সরঞ্জামগুলোতে যে আরবি লেখাগুলো রয়েছে বলা হচ্ছে সেগুলো লেখা হয়েছে কুফিক বর্ণমালায়। অর্থাৎ শুধু আয়নাতে ধরলে সঠিকভাবে দেখা সম্ভব লেখাগুলো।

গবেষকদের ধারণা, হতে পারে যাদের কবর দেয়া হয়েছিল তাদের অনেকে মুসলামন ছিলেন।

অবশ্য ভাইকিংদের কবরে এর আগেও 'আল্লাহ' লেখা পাওয়া গেছে। তবে বিবিসি বাংলার প্রতিবেদনটিতে বলা হয়েছে, মুসলমানদের সঙ্গে ভাইকিংদের যোগাযোগের এ বিষয়টি বহু মানুষের কাছে অজানা।

Advertisement

লারসন জানিয়েছেন, আল্লাহ শব্দটার পাশপাশি কয়েকবার আলী শব্দটিও লেখা রয়েছে।

এনএফ/এমএস