রুবেল হোসেনের জায়গায় স্পিনার আরাফাত সানিকে খেলানোর কথা ভাবা হলেও শেষ পর্যন্ত প্রথম ওয়ানডের একাদশ অপরিবর্তিত রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তবে সিরিজে পিছিয়ে থাকা ভারত একাদশে পরিবর্তন আসার কথা আছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর ৩টায়।তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা ৭৯ রানে জিতে বাংলাদেশ এগিয়ে। আজ দ্বিতীয় ম্যাচটা জিতলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতা হয়ে যাবে। এই ম্যাচের আগে ক্রিকেটের চেয়েও বেশি আলোচিত হচ্ছে মুস্তাফিজকে ধোনির ইচ্ছাকৃত ধাক্কা আর ১৯ বছর বয়সী টাইগার পেসারকে শাস্তি দেবার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের জোরজবরদস্তির বিষয়টি।সিরিজে ফিরতে মরিয়া ভারত আজ খেলাতে পারে স্টুয়ার্ট বিনিকে। বাংলাদেশের বিপক্ষে গত সিরিজে ৪ রানে ৬ উইকেট নেবার কীর্তি আছে এই অলরাউন্ডারের। বাংলাদেশ নিজ মাটিতে টানা ৯টি ম্যাচ জিতেছে। দশ নম্বর জয়টির দিকে চোখ থাকবে পুরো দলের। বিশেষ করে অধিনায়ক মাশরাফি এক চুলও ছাড় দেবে না।এমআর/পিআর
Advertisement