জলকামান, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে রাজধানীর শাহবাগ মোড় থেকে গণজাগরণ মঞ্চের কর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশ এই অ্যাকশন নেয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে শাহবাগে গণজাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভ করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থানের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যানচলাচল স্বাভাবিক রাখার স্বার্থে তাদের শাহবাগ মোড় থেকে অন্যত্র অবস্থান নেওয়ার অনুরোধ করি আমরা। কিন্তু অনুরোধ না মানায় তাদেরকে সরিয়ে দিতে জলকামান ব্যবহার করতে হয়েছে।
Advertisement