বিনোদন

নতুনদের চলচ্চিত্র উৎসবে ঘাসফুল

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।উৎসবে জুন মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। এর মধ্যে রয়েছে আকরাম খান নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঘাসফুল’।সব মিলিয়ে নির্বাচিত হয়েছে ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী, ১টি প্রামাণ্য ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে নির্মাতা আমিনুর রহমান মুকুলের ‘অবরোধ’ এবং হাসান আশিক রহমান নির্মিত ‘ঢাকা ২০১২’ স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র দু’টি প্রথমবারের মতো এই উৎসবেই প্রদর্শিত হবে।বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে ২৬ জুন, শুক্রবার। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে ৫টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ১টি প্রামাণ্যচলচ্চিত্রের প্রদর্শনী।স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘অবরোধ’ ও ‘ঢাকা, ২০১২’ ছাড়াও উৎসবে প্রদর্শিত হবে ‘স্মৃতিময় বাড়ির মৃত্যু’- নির্মাতা শ্রাবন্ত হাবিব, ‘বিবর্তন’- নির্মাতা আরাফাতুর রহমান, ‘নিপাতনে সিদ্ধ’- নির্মাতা সাজ্জাদ হোসেন শুভ এবং মুহাম্মদ সাজ্জাদ হোসেনের প্রামাণ্যচলচ্চিত্র ‘বাঁশ পাগলা’।পাশাপাশি সন্ধ্যা সাড়ে ৭টায় নির্মাতা আকরাম খান নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ঘাসফুল’ প্রদর্শিত হবে।এলএ/এসআরজে

Advertisement