ইংল্যান্ডে নির্মিত হলো ঈদের বিশেষ টেলিফিল্ম ‘এলো খুশির ঈদ’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও টিভি উপস্থাপক আজহার ভুঁইয়া। গেল ১৪ জুন, রোববার থেকে ১৭ জুন, বুধবার পর্যন্ত শুটিং চলে লন্ডনের বিভিন্ন লোকেশনে।টেলিফিল্মটিতে অভিনয় করেছেন এক সময়ের মঞ্চাভিনেতা নির্মাতা এবং বিলেতের বাংলা মিডিয়ার সুপরিচিত মুখ মাহবুব রেজা চৌধুরী, নব্বই দশকের মঞ্চ কাঁপানো অভিনেতা আনোয়ার হক, টিভি সিরিয়াল অভিনেত্রী ইফফাত আরা খানম, উদীচী লন্ডনের কর্ণধার নুরুল ইসলাম এবং বাংলাদেশের তরুণ মঞ্চাভিনেতা মীর সালাউদ্দিন বাবু, মডেল ও অভিনেত্রী সুবর্ণা রহমান।আরো অভিনয় করেছেন ডলি হক, মিরাজ খান, হেলেন এবং শিশু চরিত্রে সানজিদা ইসলাম ও তীর্থ।টেলিফিল্মটি গতানুগতিক প্রেম ভালবাসা এবং শুধুমাত্র কমেডি নির্ভর গল্প থেকে বের হয়ে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প নিয়ে তৈরি হয়েছে। যেখানে থাকবে না কোনো একঘেয়ে কমেডি অথবা কোনো অবুজ প্রেম, ভালবাসার কাহিনী। সামাজিক এবং পারিবারিক গল্প নিয়ে তৈরি হয়েছে এই টেলিফিল্মটি। টেলিফিল্মটির মূল গল্প দুটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠে।একটি পরিবার মডার্ন মুসলিম পরিবার এবং অপরটি কট্টর মুসলিম পরিবার। ধর্ম নিয়ে কিছুটা বাড়াবাড়ি এবং ওয়েস্টার্ন দেশে থেকে ছেলেমেয়েকে মানুষ করতে গিয়ে ধর্মের নামে গুরামি করে ছেলে মেয়েকে ওয়েস্টার্ন কালচার থেকে দুরে রাখার আপ্রাণ চেষ্টা করে একটি পরিবার।ধর্ম সম্পর্কে নিজের কম জ্ঞান থাকা সত্তেও নিজের স্ত্রী এবং কন্যাদেরকে নানান সময় নানান হাদিস কোরান এবং ফতুয়া দিয়ে থাকেন। কারণ একটাই, কিভাবে নিজের পরিবারকে ওয়েস্টার্ন কালচার থেকে দূরে রাখতে পারবেন। কিন্তু বাধ সাধেন বাড়ির বড় মেয়ের জামাই। জামাই এবং শশুরের মধ্যে ঘটতে থাকে নানান হাস্যকর ঘটনা।অপরদিকে আরেকটি পরিবারে ধর্ম এবং আধুনিক সমাজ ব্যবস্থার দুটোরই চর্চা আছে। কিন্তু এই পরিবারটিতে ঈদ করতে আসেন বাড়ির কর্তার একমাত্র শ্যালকবাবু। আর তাকে ঘিরেই ঘটতে থাকে আরো নানান হাস্যকর ঘটনা।টেলিফিল্মটিতে থাকছে ৩ টি জনপ্রিয় গান। এর মধ্যে থাকবে রুনা লায়লার কন্ঠে গাওয়া রমজানের ওই রোজার শেষে গানটি। উল্লেখ্য, টেলিফিল্মটি ব্রিটেনে ইকরা টিভি অন এয়ার করবে ঈদের দিন রাত ১০ টায়। বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে ঈদের এই বিশেষ টেলিফিল্মটি প্রচার হবে বলে জানান নির্মাতা।এলএ
Advertisement