আন্তর্জাতিক

ঐক্য চুক্তি স্বাক্ষর করেছে হামাস-ফাতাহ

ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস এবং ফাতাহর মধ্যে ঐক্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোতে ঐক্য চুক্তি স্বাক্ষর করেছে দল দু'টি।

Advertisement

২০১১ সালে হামাস এবং ফাতাহর মধ্যে চুক্তি হয়েছিল। মঙ্গলবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে কায়রোতে বৈঠকে বসে হামাস এবং ফাতাহর প্রতিনিধিরা। অবশেষে বৃহস্পতিবার তারা ঐক্য চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদলের প্রধান আজম অাল আহমাদ জানান, পহেলা নভেম্বর থেকে মিসর এবং গাজার সঙ্গে রাফা সীমান্ত নিয়ন্ত্রণ করবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অধিভুক্ত সেনারা।

হামাসের উপ-প্রধান সালেহ আল আরোরি চুক্তির ব্যাপারে মধ্যস্থতা করার জন্য মিসরকে ধন্যবাদ জানান। তিনি জানান, ফিলিস্তিনের ইস্যু তো মিসরেরও ইস্যু।

Advertisement

চুক্তির দিন থেকে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত দল দু'টি থেকে অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা রয়েছে।

সূত্র : আল জাজিরা

কেএ/জেআইএম

Advertisement