তিনি প্রেমের কবি, বিপ্লবের কবি; মানুষ ও মানবিকতারও। খুব অল্প সময়ের জীবনে পরিচিতি পেয়েছিলেন গীতিকার হিসেবেও। তারই লেখা তুমুল জনপ্রিয় গান ‘ভালো আছি ভালো থেকো’ গেয়ে গেয় স্মরণ করা হবে কবি ও গীতিকার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে।২১ জুন এই কবির ২৫ তম প্রয়ান দিবস। এ দিনটি উপলক্ষে চ্যানেল টোয়েন্টিফোরের আয়োজনে নির্মাণ হয়েছে একটি তথ্যচিত্র। ‘ভালো আছি ভালো থেকো’ নামে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন শাহেদ সীমান্ত।এ তথ্যচিত্রে কবিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন কবি নুরুল হুদা, কবি অসীম সাহা, কবি কামাল চৌধুরী, কবি মোহন রায়হান, কথাশিল্পী ইসহাক খান এবং তার পরিবার স্বজন।কবির ‘ভালো আছি ভালো থেকো’ জনপ্রিয় গানটি তথ্যচিত্রের জন্য গেয়েছেন অভিনেতা শংকর সাঁওজাল।এলএ
Advertisement