খেলাধুলা

বিদ্যুৎ না থাকায় অনুশীলন বাতিল বাংলাদেশের

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ হকি দল। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত অনুশীলনের সিডিউল ছিল জিমিদের। হোটেল থেকে যথাসময়ে মওলানা ভাসানি স্টেডিয়ামে হকি দল গিয়ে দেখে স্টেডিয়ামে বিদ্যুৎ নেই। যে কারণে টার্ফে পানিও দেয়া সম্ভব হয়নি। তাই কিছু সময় ওয়ার্মআপ করে দল নিয়ে হোটেলে ফিরে গেছেন কোচ মাহবুব হারুন।

Advertisement

হকি দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল জাগো নিউজকে বলেছেন,‘স্টেডিয়ামে বিদ্যুৎ না থাকায় অনুশীলন করতে পারেনি দল। ভাসানিতে কিছু সময় ওয়ার্মআপ করে হোটেলে গিয়ে সুইমিং করেছেন খেলোয়াড়রা। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি আবদুর রশিদ শিকদার বলেছেন,‘সকালের দিকে স্টেডিয়ামে বিদ্যুৎ ছিল না। পৌনে ১১ টার দিকে বিদ্যুৎ আসে। বাংলাদেশের অনুশীলন সিডিউলও ছিল সকালে।’

দশম এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার ভারতের বিপক্ষে। বিকেল সাড়ে ৫ টায় এশিয়া কাপের ২বারের চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ বুধবার নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে হেরেছে পাকিস্তানের কাছে।

আরআই/এমআর/আরআইপি

Advertisement