খেলাধুলা

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নেহরা

অবশেষে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভারতীয় পেসার আশিস নেহরা। ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলায় আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ভারতীয় বাঁহাতি পেসার ইতি টানবেন ক্রিকেট ক্যারিয়ারের। শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, আইপিএলসহ সব ধরনের ঘরোয়া ক্রিকেটও ছাড়ছেন নেহরা।

Advertisement

১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন নেহরা। তবে আলো ছড়ান ওয়ানডেতে ২০০১ সালে অভিষেকের পর থেকে। ২০০৩ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

এরপরই বাধা হয়ে দারায় চোট। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত খেলতে পারেননি একটি আন্তর্জাতিক ম্যাচও। ২০১১ বিশ্বকাপে দুর্দান্ত খেলে দলকে ফাইনালে তোলেন। তবে সেমি-ফাইনালে আঙুল ভেঙে ফেলায় অবশ্য খেলতে পারেননি ফাইনালে। ২০১১ বিশ্বকাপের সেমি-ফাইনালই নেহরার শেষ ওয়ানডে।

অবশ্য আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ৫ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০১৬ সালে টি-টোয়েন্টি দিয়ে। এরপর নিয়মিত হলেও এবার বিদায় ক্রিকেটকে বিদায় বলছে ৩৮ বয়সী এই খেলোয়াড়।

Advertisement

এমআর/আরআইপি