জাতীয়

নবনিযুক্ত জেলা প্রশাসকগণের জন্য ওরিয়েন্টেশন কোর্স

জেলা প্রশাসকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ৪ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হিসেবে সদ্য পদায়নকৃত ১৭ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।শনিবার এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে জেলার উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করে জেলা প্রশাসকগণকে পেশাগত দৃষ্টিভঙ্গি নিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।তিনি বলেন, দেশের জনগণ এখন দ্রুততার সাথে সর্বোত্তম সেবা প্রত্যাশা করে। এক্ষেত্রে জেলা প্রশাসনের দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর সরকারের সফলতা অনেকাংশে নির্ভরশীল। তাই সরকারের উন্নয়ন ও সেবা জনগণের দোর গোড়ায় অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে পৌঁছে দিতে হবে।বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কোর্সে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বক্তৃতা করেন।এসএইচএস/আরআই

Advertisement