রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদ প্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের হামলায় আমীর আলী হল শাখার সভাপতি আহত হয়েছেন। দুই হলের কমিটি ঘোষণার পর শনিবার বিকেল ৫টায় আমীর আলী হলে এ ঘটনা ঘটে। সৈয়দ আমীর আলী হলের নতুন সভাপতি নাজমুল ইসলাম সজল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সৈয়দ আমীর আলী ও শাহ মখুদম হলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমীর আলী হলে সভাপতি নাজমুল ইসলাম সজল, সহ-সভাপতি মারুফ হাসান নয়ন, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয় তারিকুর রহমান বাবুকে। এছাড়া শাহ মখদুম হলে সভাপতি আরিফ বিন জহির, সহ-সভাপতি রেজওয়ানুল হক হৃদয়, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু জাফর, সাংগঠনিক সম্পাদক সৌমিক সারওয়ার সম্রাট ও তন্ময়কে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্পাদক খালিদ হাসান বিপ্লব সাক্ষরিত কমিটির তালিকা হলে পৌঁছলে অন্যান্য পদ প্রত্যাশীরা নতুন কমিটিকে গ্রহণ না করে উত্তেজনা সৃষ্টি করে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের নতুন সভাপতি নাজমুল ইসলাম সজল হল থেকে বের হলে তাকে হামলা করে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছাত্রলীগ কর্মী জুবায়ের আহমেদ পুলক। পুলক ও তার সহযোগীদের হামলায় সজলের মাথা ফেটে যায়। পরে হলের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী তাকে অ্যাম্বুলেন্সে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এ ঘটনায় ক্যাম্সেপা ছাত্রলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই দুই হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পদ প্রত্যাশী ছাত্রলীগ কর্মী জুবায়ের হোসেন পুলক বলেন, ‘সজল হল সম্মেলনে ২/৩ মাস আগে থেকে ছাত্রলীগের রাজনীতিতে আসে। অথচ আমরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছি। ছাত্রলীগ সভাপতি রানা বিগত দুই বছর নির্দয়ের মতো আমাকে দিয়ে বিভিন্ন সাংগঠনিক ও ব্যক্তিগত কাজ করিয়ে নিয়েছেন। অথচ আমার সঙ্গে বেঈমানি করে হলে যার কোনো পরিচয় নেই তাকে পদ দিয়েছে। এর প্রতিবাদ করায় আমাকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে ও তার অনুসারীদের দিয়ে পুলিশের সামনে মারধর করিয়েছে।’ তিনি আরো বলেন, `আমি সভাপতি রানার বিরুদ্ধে থানায় জিডি করবো। ছাত্রলীগ ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কাছে লিখিত অভিযোগ দেব। জানতে চাইবো এটা কেমন রাজনীতি!এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে নেতাকর্মীদের শান্ত করেছি। হামলাকারী পুলক নিজেকে ছাত্রলীগ পরিচয় দিলেও সে আসলে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলো। তাই তাকে পদ দেওয়া হয়নি।রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি
Advertisement