নৌযান শুমারি করবে সরকার। এজন্য ‘ন্যাশনাল শিপস অ্যান্ড মেকানাইজড বোট ডাটাবেইজ ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ নামে একটি প্রকল্প নিয়েছে নৌপরিবহন অধিদফতর। এতে ব্যয় হবে ৪৮ কোটি টাকা।
Advertisement
বুধবার সচিবালয়ে নৌপরিবহন অধিদফতরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এ তথ্য জানান হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এতে সভাপতিত্ব করেন।
নৌপরিবহন অধিদফতরের একজন কর্মকর্তা জানান, প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠান হয়েছে। অনুমোদন পাওয়ার পর শুমারি কাজ শুরু করতে ছয় মাসের মতো সময় লাগবে। শুরু করার দুই বছরের মধ্যে শুমারি সম্পন্ন হবে।
গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা কমাতে নৌযানে রিভার্সিবল গিয়ার (পেছনের দিকে যাওয়া) সংযোজনের কার্যক্রম অব্যাহত এবং এ বিষয়ে মালিকদের উদ্বুদ্ধ করতে সভায় গুরুত্বারোপ করা হয়।
Advertisement
গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ২১৮টি নৌযানে রিভার্সিবল গিয়ার সংযোজন করা হয়েছে বলে সভায় জানান হয়।
সভায় আরও জানান হয়, দুর্ঘটনা কমাতে স্পিডবোট নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। আরিচা-নগরকান্দায় ১৮টি এবং পটুয়াখালীতে আটটি স্পিডবোট নিবন্ধন নিয়েছে। মাওয়া-কাওড়াকান্দি এলাকায় ২৭৬টি স্পিডবোটের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
সভায় নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ ও নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরএমএম/এমএআর/জেআইএম
Advertisement